বাসস বাজেট-৩৯ : বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৩২ হাজার ৫শ’ ৫৮ কোটি টাকা বরাদ্দ

333

বাসস বাজেট-৩৯
প্রতিরক্ষা-বরাদ্দ
বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৩২ হাজার ৫শ’ ৫৮ কোটি টাকা বরাদ্দ
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : আগামী অর্থ-বছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের অনুকুলে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৫শ’ ৫৮ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা।
এরমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন বাজেটের জন্য মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৩২ হাজার ৫শ’ ২০ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা। এ বরাদ্দে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৪ কোটি ১০ লাখ ৬৫ হাজার টাকা। আর উন্নয়ন খাতের টাকার পরিমাণ হচ্ছে ১ হাজার ৪৭৯ কোটি ৯৪ লাখ টাকা।
অপরদিকে সশস্ত্র বাহিনী বিভাগের কোন উন্নয়ন ব্যয় না থাকলেও পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ কোটি টাকা।
বাসস/এফএইচ/জেডআরএম/২০২০/অমি