বাসস বাজেট-৩৭ : মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে থাকবে

275

বাসস বাজেট-৩৭
বাজেট-মূল্যস্ফীতি
মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে থাকবে
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০১৯-২০ অর্থবছরে দেশে জিনিসপত্রের দাম (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৫ শতাংশ হারে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন। মূল্যস্ফীতির এই হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিন্ম।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে যে বাজেট উপস্থাপন করেন,তাতে তিনি মূল্যস্ফীতির এই হার আগামী অর্থবছরে বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
বাসস/আরআই/২০১৬/-জেজেড