বাসস বাজেট-৩৬ : পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব ৭ হাজার ৯ শ’ ৩২ কোটি টাকা

280

বাসস বাজেট-৩৬
পানিসম্পদ মন্ত্রণালয়-বাজেট
পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব ৭ হাজার ৯ শ’ ৩২ কোটি টাকা
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : ২০১৯-২০ অর্থ বছরে পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার ৯ শ’ ৩২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা বর্তমান ২০১৮-১৯ অর্থ বছরে ছিল ৭ হাজার ৬ শ’ ৭৯ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় একথা জানান।
পানিস্পদ মন্ত্রণালয়ে মঞ্জুরি ও বরাদ্দ দাবিসমূহে বলা হয়েছে, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৬ শ’ ৭৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৬ হাজার ২ শ’ ৫৬ কোটি টাকা ব্যয় করা হবে।
২০১৯-২০ অর্থবছরে পানিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসবের মধ্যে রয়েছে- বাঙালি-করতোয়া-ফুলজোর-হরাসাগর নদী সিস্টেম ড্রেজিং বা পুনঃখনন ও তীর সংরক্ষণ প্রকল্প। ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়), শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প, ব্লু গোল্ড প্রোগ্রাম প্রভৃতি।
বাসস/এএসজি/এমএন/২০১৫/এসই