ওয়ার্নের বদান্যতা

236

লন্ডন, ১২ জুন, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে জয় করা ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারটি এক খুদে ভক্তকে দিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডে চলমান এ মেগা ইভেন্টে গতকাল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ সেরা নির্বাচিত হন ওয়ার্নার। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের আইপিএলের মাধ্যমে খেলায় ফিরেই জ্বলে উঠে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এরপর বিশ্বকাপে নিজের দুই ম্যাচেই রান পেয়েছেন তবে কিছুটা ধীর গতিতে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিযার পরাজয়কে অনেকে তার ধীর গতির ব্যাটিংকেই দায়ী করেন। কিছুটা সমালোচনার মুখেও পড়েন তিনি।
তবে পাকিস্তানের বিপক্ষে ১১১ বলে ওয়ার্নারের ১০৭ রানে ভর করে তিনশ’ রানের কোটা পার করতে সক্ষম হয় অসিরা। দল ম্যাচ জেতায় সঙ্গত কারণেই ম্যাচ সেরা ওয়ার্নার। কিন্তু নিজের ম্যাচ সেরার পুরস্কারটি তিনি এক খুদে ভক্তকে দিয়ে দেন। তার এমন বদান্যতার প্রশংসা চলছে বিশ্বের ক্রিকেট মহল।
তার পুরস্কার দেয়া ছবিটি আইসিসি ভিডিও করে টুইট করে, ‘ম্যাচে নিজের সেরা হওয়ার পুরস্কারটি ভক্তকে দিয়ে ভক্তের দিনটাই বদলে দিলেন ওয়ার্নার। অসাধারণ।’
ওয়ার্নারের এমন বদান্যতায় বিস্মিত ওই ভক্ত আইসিসিকে বলেন, ‘আমরা পতাকা উড়াচ্ছিলাম। ওয়ার্নার সামনে চলে আসে এবং তার পুরস্কারটি দিয়ে দেয়। আমি ওয়ার্নারের ভক্ত ও অস্ট্রেলিয়ার জয়ে খুশি।’