আগামী অর্থবছরের বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৮শ’ ১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

265

ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : আগামী অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৮শ’ ১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চলতি অর্থ-বছরে (২০১৮-১৯) খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বাজেটের পরিমাণ ৪ হাজার ৫শ’ ২৪ কোটি টাকা নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩শ’ ১৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের জন্যও বাজেট প্রস্তাব পেশকালে বলেন,বাংলাদেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
বর্তমানে দেশে খাদ্যশষ্য উৎপাদন ২ কোটি ৬৮ লাখ মেট্রিক টনে উন্নীত হওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও সরকার জোরালো ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ চালু করার পাশাপাশি এ আইন বাস্তবায়নের লক্ষ্যে ৬টি প্রবিধানমালা এবং ২টি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়াও নতুন খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি প্রণয়ন করা হচ্ছে।