বিএসএমএমইউয়ে মেডিকেল অফিসার পদে শিগগিরই মৌখিক পরীক্ষা

210

ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : মেডিকেল অফিসার নিয়োগের জন্য শিগগিরই মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সর্বোচ্চ প্রশাসনিক বডি সিন্ডিকেট।
আজ দুপুরে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিএসএমএমইউ-এ মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জারি(মেডিকেল অফিসার) পদে নিয়োগের ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।
সিন্ডিকেট সভায় সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) স্মৃতি রানী ঘরামী, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে)-এর সভাপতি মোল্লা জালাল, জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।