বাসস বাজেট-১২ : শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি’র জন্য প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে : অর্থমন্ত্রী

141

বাসস বাজেট-১২
বাজেট-এমপিও
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি’র জন্য প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে : অর্থমন্ত্রী
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)ভুক্তি কার্যক্রমের জন্য ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী একথা জানান।
আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি সুসংবাদ দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর আমি বাজেট বক্তৃতায় প্রথমে আলোকপাত করতে চাই।
তিনি বলেন, ‘দীর্ঘদিন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে নানাবিধ কারণে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)ভুক্তি কার্যক্রমটি বন্ধ ছিল। এবারে শিক্ষা মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এমপিওভুক্তি কার্যক্রমের জন্য এ বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে।’
বাসস/এএসজি/এমএন/১৭৫৮/এএএ