বাসস বাজেট-১১ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৮৭১কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব

128

বাসস বাজেট-১১
দূর্যোগ ব্যবস্থাপনা-প্রস্তাবিত বাজেট
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৮৭১কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের জন্য ৯ হাজার ৮৭১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে পরিচালন খাতে ৬ হাজার ৪১৮ কোটি ৬৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩ হাজার ৪৫২ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, অতিদরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে দুর্যোগ প্রবণ এলাকায় বেকার জনগোষ্ঠীর কর্মসৃজন করা হবে। দুর্যোগ জনিত ঝুঁকিহ্রাস কার্যক্রম অব্যাহত রাখা এবং তাৎক্ষণিক প্রয়োজনে জিআর কর্মসূচি বাবদ ১ দশমিক ২৫ লাখ মেট্রিকটন খাদ্যশস্য এবং মানবিক সহায়তা সামগ্রি বিতরণ কার্যক্রম গ্রহণ করা হবে।
এছাড়াও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ১৪৯৮দশমিক ৬৬ কোটি এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি ও আওতায় ১৫৩০ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
বাসস/এএসজি/বিকেডি/১৮০০/কেজিএ