বাসস ক্রীড়া-৮ : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি পরিসংখ্যান

117

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিশ্বকাপ
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি পরিসংখ্যান
লন্ডন, ১৩ জুন, ২০১৯ (বাসস) : ২০১৯ বিশ্বকাপের লীগ পর্বে আগামীকাল শুক্রবার রোজ বোল-এ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৩ সালে শুরু হওয়ার পর আবারো একবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে রয়েছে ক্রিকেটের দীর্ঘ ইতিহাস। ক্যারিবিয়ান দ্বীপগুলো ভিন্ন ভিন্ন ও রোমান্টিক হওয়ায় ইংল্যান্ডের বহু মানুষ সেখানে অবকাশ যাপনে যায়, তেমনি হয় ক্রিকেট সিরিজও।
দল দুটি বিশ্বকাপসহ বেশ কিছু ঐতিহাসিক ওয়ানডে ম্যাচ খেলেছে এবং ব্যক্তিগতভাবে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে তিক্ত সম্পর্কও রয়েছে।
ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি দুই দলের পরিসংখ্যান:
ম্যাচ : ১০১
ইংল্যান্ডের জয় : ৫১
ওয়েস্ট ইন্ডিজের জয় :৪৪
টাই :০
পরিত্যক্ত : ৬
পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড খানিকটা এগিয়ে। তবে তারা যেহেতু ৪৫ বছর যাবত একে অপরের মোকাবেলা করছে তাই সত্যিকারার্থেই এটা খুব বেশি বিচার্য নয়।
এবারের বিশ্বকাপে লীগ পর্বে স্বাগতিক হিসেবে হয়তো ইংল্যান্ড এগিয়ে আছে। তবে ফেলে দেয়া যাবেনা ওয়েস্ট ইন্ডিজকেও। এককভাবে ম্যাচ ঘুরিয়ে দেয়ার মত ব্যটিসম্যান-বোলার আছে ক্যারিবিয় দলটিতে। সুতরাং উভয় দলই যেহেতু সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার আশা করছে তাই লড়াইটা হবে দেখার মত।
বাসস/স্বব/১৭৪০/নীহা