আজ বাংলাদেশ দলের বিশ্রাম

191

টনটন, ১৩ জুন, ২০১৯ (বাসস) : আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে এখন টনটনে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল টনটনে পৌঁছায় টাইগাররা। আজ বাংলাদেশ দলের কোন অনুশীলন নেই, বিশ্রাম। তাই আজকের দিনটি নিজেদের মত করে কাটাবেন মাশরাফি-সাকিব-তামিমরা।
আজ বাদে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে তিন দিন সময় পাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দু’দিন যে কঠোর অনুশীলনে ও পরিকল্পনা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়বে বাংলাদেশ দল ও টিম ম্যানেজমেন্ট এটি বলার অপেক্ষা রাখে না।
বৃষ্টির কারণে শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় হতাশ হয় বাংলাদেশ দল। কারণ শ্রীলংকাকে হারানোর সব ধরনের পরিকল্পনা করে রেখেছিলো টাইগাররা। লংকানদের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া ছিলো বাংলাদেশ। ম্যাচ না হওয়াতে হতাশ ছিলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস, ‘খুবই হতাশার দিন (১১ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হবার পর)। এই ধরনের ম্যাচ থেকে দু’টি পয়েন্ট আমাদের টার্গেট ছিল। শ্রীলংকা লড়াই করতো এবং তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কিন্তু এ ম্যাচ থেকে একটি পয়েন্ট হারাতে হলো আমাদের যা খুবই হতাশার। আবহাওয়া নিয়ে কিছুই করার নেই। আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
হতাশার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেন রোডস, ‘আমরা এখন যা করতে পারি, সামনের ম্যাচগুলোকে টার্গেট করে এগোতে পারি। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা জয়ের চেষ্টা করতে হবে।’
তবে ওয়েস্ট ইন্ডিজের বড় শক্তি অলরাউন্ডার আন্দ্রে রাসেল, এমনটা বলতেও দ্বিধাবোধ করেননি রোডস। পরিকল্পনায় রাসেলকে প্রাধান্য দিচ্ছেন জানিয়ে রোডস বলেন, ‘ক্যারিবীয়দের প্রধান অস্ত্র এখন রাসেল। এখন বিশ্বের সেরা হিটার তিনি। প্রতিপক্ষ বোলিংকে দুমড়ে-মুচড়ে দিতে পারেন রাসেল। তার বিপক্ষে বল করা এবং তার বিধ্বংসী ব্যাটিং আটকে রাখা খুব কঠিন। আমাদের লক্ষ্য ও পরিকল্পনায় রাসেলকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।’
রোডসের মত শ্রীলংকার বিপক্ষে ম্যাচ না হওয়াতে হতাশা ছিলো বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কন্ঠেও। তারপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলেছেন তিনি। টনটনের মাঠ ছোট হলেও, ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের লক্ষ্যই থাকবে বাংলাদেশের এমনটাই জানিয়েছিলেন মাশরাফি, ‘টনটন, খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। আমাদের ভালো খেলার ও জয়ের কোনো বিকল্প নেই।’