বাসস ক্রীড়া-৩ : বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরী হচ্ছে

185

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট বিশ্বকাপ
বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরী হচ্ছে
নটিংহাম, ১৩ জুন, ২০১৯ (বাসস) : গত রাতে ও আজ সকালের বৃষ্টির কারণে নটিংহামে আজ বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হতে দেরী হচ্ছে।
বৃষ্টি থেমে যাওযার পর মাঠের কভার সরিয়ে ফেলে ট্রেন্ট ব্রিজ গ্রাউন্ড স্টাফরা খেলার জন্য মাঠ শুকাতে কঠোর পরিশ্রম করছিলো। কিন্তু আবারো মুসলধারে বৃষ্টি শুরু হলে আবারো কভার দিয়ে মাঠ ঢেকে দিয়ে ফিরে আসেন।
বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলগুলো একটি করে পয়েন্ট ভাগাভাগি করার পর টুর্নামেন্ট আয়োজকরা প্রচন্ড সমালোচনার মুখে পড়ে।
বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেন, ‘মানুষ চাঁদে যায়, তাহলে কেন রিজার্ভ ডে রাখা যাবেনা? ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর হতাশার সুরে একথা বলেন বাংলাদেশ কোচ।
আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, প্রত্যেক ম্যাচে রিজার্ভ ডে রাখা কোনভাবেই সম্ভব নয়।
বাসস/স্বব/১৫৫০/-নীহা