জাপানে মাতালাবস্থায় ড্রোন উড়ালে শাস্তি

286

টোকিও, ১৩ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : জাপানে মাতাল অবস্থায় ড্রোন উড়ানো ব্যক্তির সর্বোচ্চ এক বছরের কারাদন্ডের বিধান রেখে বৃহস্পতিবার নতুন আইন পাস করা হয়েছে। এই আইনের লক্ষ্য হচ্ছে ক্রমেই অতি জনপ্রিয় হওয়া এই যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করা। খবর এএফপি’র।
ক্রমবর্ধমান দুর্ঘটনার কারণে পার্লামেন্টের নিম্নকক্ষে এই নতুন আইন পাস হওয়ার পর ২শ’ গ্রামের বেশি ওজনের কোন ড্রোন মাতাল অবস্থায় উড়ালে সর্বোচ্চ তিন লাখ ইয়েন (২,৭৫০ ডলার) জরিমানাও করা হতে পারে।
এছাড়া একেবারে ঘোর মাতাল অবস্থায় ড্রোন উড়ালে সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ ইয়েন হতে পারে।
পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা মনেকরি মদপান করে ড্রোন উড়ানো হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ড্রোন উড়ানো।’
জাপানে এ সংক্রান্ত দুর্ঘটনা অনেক বেড়ে যাওয়ায় এ আইন করা হলো।