বাসস ক্রীড়া-১০ : নিউজিল্যান্ডের বিপক্ষে নজর থাকবে ভারতের যাদবের ওপর

130

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিশ্বকাপ
নিউজিল্যান্ডের বিপক্ষে নজর থাকবে ভারতের যাদবের ওপর
লন্ডন, ১২ জুন, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে আগামীকাল মুখোমুখি হবে টুর্নামেন্টে এ পর্যন্ত অপরাজিত থাকা দুই দল সাবেক চ্যাম্পিয়ন ভারত ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড যেখানে তাদের ফাস্ট বোলিং নিয়ে প্রস্তুত সেখানে ভারতের হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন রিস্ট স্পিনাররা। যুজবেন্দ্রা চাহালের সামনে আদর্শ বাধা হতে হবে কুলদীপ যাদবকে।
দুই রিস্ট স্পিনার চাহাল ও কুলদীপ বেশ কিছু দিন যাবতই বিরাট কোহলির গোপন অস্ত্রে পরিণত হয়েছেন। তারপরও সব দিক বিবেচনায় এক নম্বর গোপন অস্ত্র হতে পারেন কুলদীপ। কিছু দিন আগে শেষ হওযা এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) যদিও খুব বেশি সাফল্য পাননি কুলদীপ। তারপরও বাঁ-হাতি এ চায়নাম্যান বোলারের ওপরই আস্থা রেখেছেন ভারতীয় অধিনায়ক। এক প্রান্তে যদি চাহাল উইকেট শিকার করতে পারে তাহলে অন্য প্রান্তে কুলদীপের ক্ষমতা আছে ব্যাটসম্যানদের আটকে রাখার। ২০১৯ বিশ্বকাপে এটাই হতে পারে কুলদীপের ভূমিকা।
২০১৭ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃস্টির কারণে পরিত্যক্ত হওয়া একটি ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় কুলদীপের।
ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৬ ওয়ানডে ম্যাচের ৪৪ ইনিংসে ৪.৯৫ ইকোনোমি এবং ২৭.৭ স্ট্রাইক রেটে ৮৮ উইকেট শিকার করেছেন কুলদীপ। তার সেরা বোলিং ফিগার ৬/২৫।
২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দশ ওভারে ৪৬ রানে মাত্র এক উইকেট নিয়েছেন কুলদীপ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রান খরচ করেও ছিলেন উইকেট শুন্য। টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছলে ভারতের জন্য এটাই হতে পারে দু:শ্চিন্তার একটা বিষয়।
বাসস/১৯১৫/স্বব