বাসস দেশ-৮ : চট্টগ্রামে অনুমোদনবিহীন ভবন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

163

বাসস দেশ-৮
ভবন মালিক-গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রামে অনুমোদনবিহীন ভবন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম, ১২ জুন, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম নগরীর মোহাম্মদ আলী রোডে অবৈধভাবে তিনতলা ভবন নির্মাণকারী ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত।
সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে আজ বুধবার আসামি সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের বেঞ্চ সহকারি মোহাম্মদ ফয়েজ জানান, ‘সিডিএর অনুমোদন না নিয়ে গড়ে ওঠা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পাশ্ববর্তী ভবন মালিকের বিরুদ্ধে গত ২৫ মার্চ সিডিএ’র বিশেষ আদালতে মামলা দায়ের করেন পরিদর্শক স্বপন চন্দ্র ভৌমিক। এরপর আসামী সৈয়দ জিয়াদ রহমান আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা আদালত মঞ্জুর করেন।
আজ বুধবার জামিনের মেয়াদ শেষে সময় বৃদ্ধির আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাসস/ডিবি/এসকেবি/কেসি/১৭৪০/কেকে