জয়পুরহাটে ১০৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ

193

জয়পুরহাট, ১২ জুন, ২০১৯ (বাসস) : জেলায় আজ ১০৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ১২ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ র্কা হয়েছে।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন ওই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এইস এস সি ১ম বর্ষে অধ্যয়নরত ৪৫ জন ও ২য় বর্ষে অধ্যয়নরত ৬১ জন দরিদ্র- মেধাবী শিক্ষর্থীর মাঝে প্রতিজন কে ১২ হাজার টাকা করে মোট ১২ লাখ ৭২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । জাকস ফাউন্ডেশনের সিনিয়র এমআইএস অফিসার নার্গিস আশার খানমের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক , জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, পাঁচবিবি উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি শাহীন চৌধুরী প্রমূখ । এ সময় জাকস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।