খুলনায় তালগাছ ও গোলপাতা চাষ সম্প্রসারণে কর্মশালা অনুষ্ঠিত

378

খুলনা, ১১ জুন, ২০১৯ (বাসস) : উপকূলীয় এলাকায় তালগাছ ও গোলপাতার চাষ সম্প্রসারণ ও নার্সারি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের রিসার্চ অফিসার মো. আকরামুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দিকী।
প্রশিক্ষণে স্থানীয় প্রায় চল্লিশজন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, সরকার তালগাছ এবং গোলপাতা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। বজ্রপাত থেকে রক্ষার্থে বেশি বেশি তালগাছ রোপণ করতে হবে। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ রোপণ করতে হবে। পরিকল্পিতভাবে ব্রীজ সংগ্রহ করে তা রোপণ করতে হবে।
তারা আরও বলেন, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের গোলপাতা জন্মে থাকে। গোলপাতা বাংলাদেশের একটি সম্ভাবনাময় ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতি।
গোলপাতাকে মূল্যবান অর্থকরী প্রাকৃতিক সম্পদ হিসাবে উল্লেখ করে তারা বলেন, সুন্দরবনের উপর নির্ভর না করে বাড়ির আশেপাশে, জলাশয়, নিচু এলাকা, নদী ও খাল পাড়ে গোলপাতা উৎপাদনের পদক্ষেপ নিতে হবে।