কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত

282

কক্সবাজার, ১১ জুন, ২০১৯ (বাসস) : বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত জাং জু আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
রাষ্ট্রদূত বিকালে উখিয়ার কুতুপালং ২ নং ক্যাম্প পৌঁছান। সেখানে তিনি ডি-৫ ব্লকে ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেন। উপস্থিত রোহিঙ্গারা রাষ্ট্রদূতের কাছে তাদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, নিপীড়ন, বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য করার বিবরণ দেন।
রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকারসহ সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে ফেরত নিতে হবে বলে রাষ্ট্রদূত তাদের আস্বস্থ করেন । তাঁর দেশ এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে। বিকাল সাড়ে ৫ টার দিকে জাং জু কক্সবাজারের উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্প ত্যাগ করেন।