সপ্তম স্থানে আছে বাংলাদেশ

422

বিস্ট্রল, ১১ জুন ২০১৯ (বাসস) : ব্রিস্টলে বৃষ্টি, বৈরি আবহাওয়ার কারনে আজ পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলংকার খেলা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দু’দলকে। এতে ৪ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থাকলো বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে শ্রীলংকা। ৩ খেলায় অংশ নিয়ে সবক’টিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহে রেখে একক ভাবে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড।
বিশ্বকাপে লিগ পর্বে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ অবধি ১৬টি ম্যাচ শেষ হলো (বাংলাদেশ-শ্রীলংকা পর্যন্ত)। এই ১৬টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দিকে চোখ বুলানো যাক।
বিশ্বকাপের পয়েন্ট টেবিল :
দল খেলা জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রান রেট
নিউজিল্যান্ড ৩ ৩ ০ ০ ০ ৬ ২.১৬৩
ইংল্যান্ড ৩ ২ ১ ০ ০ ৪ ১.৩০৭
ভারত ২ ২ ০ ০ ০ ৪ ০.৫৩৯
অস্ট্রেলিয়া ৩ ২ ১ ০ ০ ৪ ০.৪৮৩
শ্রীলংকা ৪ ১ ১ ০ ২ ৪ -১.৫১৭
ওয়েস্ট ইন্ডিজ ৩ ১ ১ ০ ১ ৩ ২.০৫৪
বাংলাদেশ ৪ ১ ২ ০ ১ ৩ -০.৭১৪
পাকিস্তান ৩ ১ ১ ০ ১ ৩ -২.৪১২
দক্ষিণ আফ্রিকা ৪ ০ ৩ ০ ১ ১ -০.৯৫২
আফগানিস্তান ৩ ০ ৩ ০ ০ ০ -১.৪৯৩