বাজিস-৯ : ঝালকাঠিতে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

125

বাজিস-৯
ঝালকাঠি- বিজ্ঞানমেলা
ঝালকাঠিতে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু
ঝালকাঠি, ১১ জুন ২০১৯ (বাসস) : ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’-শীর্ষক শ্লোগান নিয়ে জেলায় তিন দিনব্যাপি বিজ্ঞানমেলা আজ শুরু হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক আজ মঙ্গলবার এ বিজ্ঞানমেলা উদ্বোধন করেন।
‘৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞানমেলায় ২২টি স্টল স্থান পেয়েছে। এতে জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের অর্ধশতাধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও মেলা উপলক্ষে বিজ্ঞান বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খানসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৫২/এমকে