বাসস দেশ-২৬ : দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণে ঢাকায় একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

120

বাসস দেশ-২৬
মতবিনিময়-ডা.এনামুর রহমান
দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণে ঢাকায় একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার, ১১ জুন, ২০১৯ (বাসস) : দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের জন্য ঢাকায় একটি একাডেমি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার সকালে সাভারের তালবাগ এলাকায় ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সরকার দুর্যোগ মোকাবেলায় উদ্ধার সামগ্রী কেনার পরিকল্পনা নিয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে রাশিয়ার মস্কোতে নিরাপদ এবং নিরাপত্তা প্রদশর্নী হয়েছে। সেখানে রাশিয়া দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের চেয়ে দুর্যোগ মোকাবেলায় পিছিয়ে রয়েছে।
মতবিনিময় সভায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৮৪৫/এসই