বাসস ক্রীড়া-৭ : ভারতের বিপক্ষে ম্যাচটি বড় হলেও নির্ভার থাকবে নিউজিল্যান্ড : ভেট্টরি

123

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-বিশ্বকাপ-ভারত-নিউজিল্যান্ড
ভারতের বিপক্ষে ম্যাচটি বড় হলেও নির্ভার থাকবে নিউজিল্যান্ড : ভেট্টরি
ঢাকা, ১১ জুন ২০১৯ (বাসস) : চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি বড় হলেও ইতোমধ্যে তিন জয়ের কারণে নিউজিল্যান্ড নির্ভার থাকবে বলেই মনে করেন সাবেক কিউই অল রাউন্ডার ডেনিয়েল ভেট্টরি।
এবারের বিশ্বকাপের সুচনাটা দুর্দান্ত করেছে ২০১৫ আসর রানার্সআপ নিউজিল্যান্ড। ইতোমধ্যে প্রথম তিন ম্যাচে তারা পরাজিত করেছে যথাক্রমে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানকে। তবে সামনে তাদের জন্য অপেক্ষা করছে সত্যিকারের বড় লড়াই। ভারতের বিপক্ষে তীব্র চাপে পড়তে হবে কিউইদের। কিন্তু প্রথম তিন ম্যাচে জয় নিশ্চিত হবার কারণে তারা কিছুটা নির্ভার থাকবে বলে মনে করেন ভেট্টরি।
নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিন আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারানো ভারত আসন্ন ম্যাচে কালোটুপির দলটির বিপক্ষে একক প্রাধান্য বিস্তার করবে বলে ধারনা করা হচ্ছে। এ প্রসঙ্গে আইসিসির এক কলামে ভেট্টরি লিখেছেন,‘ তিন ম্যাচের সবকটিতে জয়ে নিউজিল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তাই ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি শুধুমাত্র কাগজে কলমেই ‘বড় ম্যাচের’ মর্যাদা পাবে। এর ফলাফল নিউজিল্যান্ডের অবস্থানে বড় কোন আঁচড় ফেলতে পারবেনা।’
ভেট্টরি বলেন, ‘ছয় পয়েন্ট অর্জন করাটা নিউজিল্যান্ডের জন্য একটি বড় অনুপ্রেরণা। তাই পরের ম্যাচেও জয়ের প্রত্যাশা করছে তারা। এ পর্যন্ত অংশ নেয়া ম্যাচের পারফর্মেন্সেও দলটি মোটামুটি সন্তুষ্ট। দারুন ম্যাচ খেলে তারা সঠিক পথেই রয়েছে।’
সাবেক কিউই দলনেতা বলেন,‘ আপনারা জানেন ভারতের বিপক্ষে ম্যাচটি আলাদা আবহের সৃস্টি করবে এবং সত্যিকারের চাপ সৃস্টি করবে। ভারত সত্যিকার অর্থে বিশ্বের সেরা দল। বিপুল দর্শকের উপস্থিতিতে তারা দুর্দান্ত ম্যাচ খেলে। নিউজিল্যান্ডের পারফর্মেন্সের প্রসঙ্গে ভেট্টরি বলেন, কেন উইলিয়ামসন ও তার দল ওই ম্যাচে খুব বেশী চাপ নেবে না। তারা টুর্নামেন্টের ধারাবাহিক পারফর্মেন্সটিই প্রদর্শন করার চেস্টা করবে। কারণ দীর্ঘ সময় ধরেই ভাল পারফর্মেন্সের মধ্যে রয়েছে কিউইরা। তাই এই ম্যাচে জয়-পরাজয় নিয়ে তারা খুব একটা চিন্তা করবে না। শুধু মাত্র আগের ম্যাচের মতই তারা ধারবাহিকতা রক্ষা করার চেষ্টা করবে।
ভেট্টরি বলেন, ‘এটি বিশ্বকাপ। আপনি যদি নিজেকে চাপের মধ্যে ফেলে দেন তাহলে সবকিছুই কঠিন হয়ে উঠবে। কিন্তু তিন ম্যাচে জয়ের কারণে তারা এখন কিছুটা চাপমুক্ত হয়ে খেলার সুযোগ পাবে। ’
বাসস/এমএইচসি/১৬৫৩/স্বব