বাসস দেশ-১২ : ধর্ষণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্কিম তৈরি প্রশ্নে রুল

116

বাসস দেশ-১২
হাইকোর্ট-আদেশ
ধর্ষণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্কিম তৈরি প্রশ্নে রুল
ঢাকা, ১১ জুন, ২০১৯ (বাসস) : ধর্ষণে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের ক্ষতিপূরণে স্কিম (প্রকল্প) তৈরির কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
একই সঙ্গে রুলে টাঙ্গাইলের এক নার্স এবং রাজশাহীর ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ পরবর্তী মৃত্যুর ঘটনায় ওই দুই পরিবারকে পৃথকভাবে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
ধর্ষণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে গত ২৬ মে রিটটি দায়ের করা হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।
বাসস/এএসজি/ডিএ/১৬৪০/-আসচৌ