বাসস দেশ-১০ : আদালত স্থানান্তর বিষয়ে খালেদা জিয়ার রিট শুনানি হবে নিয়মিত বেঞ্চে

150

বাসস দেশ-১০
হাইকোর্ট-আদেশ
আদালত স্থানান্তর বিষয়ে খালেদা জিয়ার রিট শুনানি হবে নিয়মিত বেঞ্চে
ঢাকা, ১১ জুন, ২০১৯ (বাসস): নাইকো দুর্নীতি মামলায় বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আনা রিটের শুনানি হবে নিয়মিত বেঞ্চে।
আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত অবকাশকালীন একটি হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। অবকাশকালীন ছুটির পর আগামী ১৬ জুন থেকে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ বসবে।
আদালতে অবকাশকালীন বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ আদালত পুরান ঢাকার কারাগার থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়ার সরকারি আদেশের বিরুদ্ধে রিট আবেদন করা হয়। আদালত স্থানান্তরে জারি করা সরকারের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা গত ২৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন।
বাসস/এএসজি/ডিএ/১৬২৫/-আসচৌ