দুর্যোগ মোকাবেলায় রাশিয়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে: ত্রাণ প্রতিমন্ত্রী

208

সাভার, ১১জুন, ২০১৯ (বাসস): বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় রাশিয়া সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে ।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মঙ্গলবার সকালে সাভারের তালবাগ এলাকায় ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান।
ডা. এনামুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় বিপুল পরিমাণ উদ্ধার সামগ্রী কেনার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, রাশিয়ার মস্কোতে নিরাপদ এবং নিরাপত্তা বিষয়ে যে প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে সেখানে রাশিয়া দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের চেয়ে দুর্যোগ মোকাবেলায় পিছিয়ে রয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের জন্য ঢাকায় একটি একাডেমি স্থাপন করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে আরও বেশি সমৃদ্ধ করার জন্য রাশিয়ার অভিজ্ঞতাটি কাজে লাগাতে পারলে বাংলাদেশ একটি দুর্যোগ সহনীয় রাষ্ট্রে পরিণত হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।