বাসস দেশ-২১ : সাতকানিয়ায় অভিযানে জমি উদ্ধার, জরিমানা আদায়

196

বাসস দেশ-২১
ভ্রাম্যমাণ-আদালত
সাতকানিয়ায় অভিযানে জমি উদ্ধার, জরিমানা আদায়
চট্টগ্রাম, ১০ জুন, ২০১৯ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলকৃত ৩ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস ও লেগুনার ১৩ চালকের কাছ থেকে সাড়ে ১২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা নলুয়া ও কেরাণীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।
আদালত সুত্র জানায়, উপজেলার নলুয়া ইউনিয়নের রুস্তম পাড়া এলাকায় মো. কাওসার আলম ও মো. শহিদুল আলম নামে ২ ব্যক্তি ৩ শতক মূল্যবান সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি খাস জমি থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
অন্যদিকে দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরাণীহাট এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১২টি বাস ও ১টি লেগুনা চালকের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বাসস/জিই/এসকেবি/১৯৩৪/-জেজেড