বাসস ক্রীড়া-১৫ : দুয়োধ্বনির পক্ষে নন কোহলি

139

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিশ্বকাপ-ভারত- অস্ট্রেলিয়া
দুয়োধ্বনির পক্ষে নন কোহলি
লন্ডন, ১০ জুন ২০১৯ (বাসস) : রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ম্যাচ জয় করেছেন বিরাট কোহলি। তবে ভারতীয় সমর্থকদের কাছ থেকে ওভালে প্রতিপক্ষের খেলোয়াড় স্টিভ স্মিথকে দুয়োধ্বনি শোনাটা তার ক্রীড়াবিদ সত্বায় আঘাত লেগেছে।
গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর থেকেই স্মিথ এবং সতীর্থ ডেভিড ওয়ার্নার দর্শকদের কাছ থেকে প্রতিকুল প্রতিক্রিয়া পাচ্ছেন।
রোববার ওভালে থার্ড ম্যান অঞ্চলে অস্ট্রেলিয় তারকা স্মিথকে পেয়েই ভারতীয় দর্শক অধ্যুষিত গ্যালারী থেকে এক দল দর্শক দুয়োধ্বনি দিতে থাকে বলে জানিয়েছেন কোহলি। ম্যাচে ৮২ রান করা ভারতীয় অধিনায়ক ব্যাটিং শেষ করে যাবার আগে নিজ সমর্থকদের প্রতি আহ্বান জানান অসি খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোহলির ওই আহ্বানের ভিডিওটি টুইটারে শেয়ার করেছে। কোহলি সাংবাদিকদের বলেন,‘ যা ঘটেছে তা অনেক আগে। তারা এখন আবার মাঠে ফিরেছে। নিজ দলের হয়ে স্মিথ ভাল খেলার চেষ্টা করছেন। সত্যিকার অর্থে, তাকে এভাবে হেয় করাটা ভাল কাজ নয়।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯১৫/স্বব