বাসস দেশ-১৭ : ইমারত আইনে চট্টগ্রামে তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

131

বাসস দেশ-১৭
অভিযোগ-গঠন
ইমারত আইনে চট্টগ্রামে তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন
চট্টগ্রাম, জুন ১০, ২০১৯ (বাসস) : ইমারত আইন না মেনে চট্টগ্রামের কল্পলোক আবাসিকে ভবন নির্মাণের দায়ে শওকত আলম, মো. আবদুল হাশেম ও কুলছুমা বেগম নামের তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন করা হয়। চলতি মাসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
আদালত জানায়, গত ৪ এপ্রিল সিডিএ’র অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল ইমারত কোড না মেনে ভবন নির্মাণ করায় তিন ভবন মালিককে আসামি করে ইমারত নির্মাণ আইনে মামলা করেন।
স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বলেন, তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চলতি মাসেই এসব মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এর আগে ২৬ মে আবছার উদ্দিন নামে এক ভবন মালিককে কারাগারে পাঠান সিডিএ’র বিশেষ আদালত। কল্পলোক আবাসিক এলাকায় ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের দায়ে ওই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে সিডিএ’র অথরাইজড বিভাগ।
বাসস/জিই/এসকেবি/১৮৫০/-জেজেড