ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বেড়েছে

237

ঢাকা, ১০ জুন, ২০১৯ (বাসস) : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫১ টি কোম্পানির ১৩ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৪২৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৪ কোটি ৮৯ লক্ষ ২১ হাজার ৭৪৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮.৬২ পয়েন্ট বেড়ে ৫৪৩১.৬০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৬৪ পয়েন্ট বেড়ে ১৯০১.৬৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে ১২৩২.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১০ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, বৃটিশ আমেরিকান, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, আলিফ ইন্ডাঃ, বিবিএস কেবলস, জেএমআই সিরিঞ্জ, ফরচুন সুজ ও আমান ফীডস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :- সাফকো স্পিনিং, আলিফ ইন্ডাঃ, বিডি ল্যাম্পস, গ্লোবাল ইন্সুঃ, খুলনা পাওয়ার কোম্পানি, সিভিও পিআরএল, লিন্ডে বিডি, প্রাইম টেক্স, জেএমআই সিরিঞ্জ ও আল-হাজ্বটেক্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :- এআইবিএল ফার্স্ট ইসলামি মি. ফা., মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টার্ন কেবলস, এনসিসি ব্যাংক মি. ফা-১, প্রাইম লাইফ ইন্সুঃ, জিলবাংলা সুগার মিলস, রূপালি লাইফ ইন্সুঃ ও সোনারগাঁও টেক্সটাইল।