বাসস দেশ-১৪ : চট্টগ্রাম বন্দরে রশি ছিঁড়ে শ্রমিক আহত

129

বাসস দেশ-১৪
শ্রমিক-আহত
চট্টগ্রাম বন্দরে রশি ছিঁড়ে শ্রমিক আহত
চট্টগ্রাম, ১০ জুন, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম বন্দরে জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় রশি ছিঁড়ে হ্যাজে (খোপে) পড়ে মো. সোহাগ নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল তিনটার দিকে এনসিটি-২ বার্থে কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নোয়াখালী জেলার সফি উল্লাহ’র ছেলে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় রশি ছিঁড়ে একটি কনটেইনার কাত হয়ে গেলে এ অ্যান্ড জে এন্টারপ্রাইজের ল্যাসিং শ্রমিক মো. সোহাগ জাহাজের হ্যাজে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত মো. সোহাগকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বাসস/জিই/এসকেবি/১৮২৭/- জেজেড