বাসস ক্রীড়া-১০ : উইকেট পেলেই কেন স্যালুট করেন কট্রেল

130

বাসস ক্রীড়া-১০
কট্রেল-স্যালুট
উইকেট পেলেই কেন স্যালুট করেন কট্রেল
ঢাকা, ১০ জুন, ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজ বোলার শেলডন কট্রেল সুযোগ পেলেই স্যালুট করেন। বাচ্চাদের সঠিক স্যালুট করার কায়দা শেখান। তার জন্য ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে একটা নতুন শব্দের উদ্ভাবন হয়েছে ‘কট্রেল স্যালুট ক্লাব’।
প্রতিটি সাফল্যের পরই কেন স্যালুট করে এভাবে উদযাপন করেন-জানতে চাইলে কট্রেল বলেন, ‘এটা আমার সিগনেচার স্টাইল’। কিন্তু প্রতিটি সিগনেচার স্টাইলের পিছনে একটা কারণ থাকে। এখানে কি কারণ? বিশ্বকাপে কট্রেলের সেলিবেশন নিয়ে বেশ চর্চা হচ্ছে। আসল কারণ হচ্ছে কট্রেল একজন সৈনিক। তিনি জ্যামাইকা আর্মড ফোর্সে কর্মরত।
কট্রেল জানান, ‘এটা সামরিক স্টাইলের স্যালুট। আমি পেশায় একজন সৈনিক। জ্যামাইকান ডিফেন্স ফোর্সকে সম্মান জানানোর জন্যই আমি উইকেট পেলেই স্যালুট করে উদযাপন করি। স্যালুট যথার্থ আদলে হতে হবে। আর্মির ট্রেনিংকালে ছয় মাস অনুশীলন করে ঠিকমত স্যালুট করা শিখেছি।’
বাসস/স্বব/১৮২৫/এমএইচসি