গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা শাবকের জন্ম

380

গাজীপুর, ১০ জুন ২০১৯ (বাসস) : জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আজ রোববার ভোরে জেব্রা পরিবারে আরো একটি শাবকের জন্ম হয়েছে। এ নিয়ে পার্কের কোর সাফারি জোনে ৫ম বারের মতো জেব্রার বাচ্চা দেয়ার ঘটনা ঘটল।
নতুন এ অতিথিসহ পার্কের জেব্রা পরিবারে জেব্রার সংখ্যা দাঁড়াল ১৬টি। এর আগে গত ২৮ মে আরও একটি জেব্রা শাবকের জন্ম হয়। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে।
পার্কের বন্য প্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গেই বেষ্টনীর বিভিন্ন স্থানে চলা ফেরা করছে।
তিনি জানান, মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনা করে খাদ্যে পরিবর্তন করা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুষি দেয়া হচ্ছে। তবে পার্ক কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শাবকটি পুরুষ না মাদি তা এখনই জানায়নি।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, ‘সাফারি পার্ক কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় বর্তমানে সেখানে দেশীয় পরিবেশে বিভিন্ন বিদেশি প্রাণী থেকে বাচ্চা পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সাফারি পার্কটি স্বয়ংসম্পূর্ণ হচ্ছে।’