নারায়ণগঞ্জে আগুনে এক পরিবারের চারজন দগ্ধ

224

নারায়ণগঞ্জ, ১০ জুন, ২০১৯ (বাসস) : জেলায় আগুনে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে পাঁচবছরের এক শিশুও রয়েছে। সোমবার ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা থানার এস আই কাশেম জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার চিতাশাল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ গৃহকর্তা আব্দুল আলির(৬৭) বরাত দিয়ে তিনি জানান, ভোর পাঁচটায় তারা ঘুম থেকে ওঠেন। পানি গরম করার জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সাথে সাথে বাড়ির দুইটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আব্দুল আলি তার মেয়ে শিউলী (৩৬), যুথি (১৫), তানজিলা (৫)- বাড়িতে থাকা চারজনই আগুনে দগ্ধ হয়। তারা তিতাসের পাইপলাইনের গ্যাস ব্যবহার করে।
ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনে লিক হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে ছিলো। দিয়াশলাই জ্বালানোর সাথে সাথে আগুন লেগে যায়। তাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চারজন গুরুতর আহত হলেও তাদের মধ্যে শিউলীর অবস্থা আশঙ্কাজনক।