চবি শিক্ষার্থী আর্থি’র পাশে দাঁড়াল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ

314

রাঙ্গামাটি, ৯ জুন ২০১৯ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষার্থী আর্থি চাকমা’র ক্যান্সারের চিকিৎসায় নগদ একলাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
আজ রোববার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার কার্যালয়ে আর্থি’র পিতা বিমল কান্তি চাকমার হাতে নগদ একলাখ টাকা তুলে দেন। এ সময় জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পালি বিভাগের তৃতীয়বর্ষের মেধাবী শিক্ষার্থী রাঙ্গামাটি শহরের কে কে রায় সড়কের বিমল কান্তি চাকমার কনিষ্ঠকন্যা আর্থি চাকমা বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে এ্যাপোলো ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।