বাসস ক্রীড়া-১৮ : পাকিস্তান কি ১৯৯২ বিশ্বকাপের পথে হাটছে?

286

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বিশ্বকাপ
পাকিস্তান কি ১৯৯২ বিশ্বকাপের পথে হাটছে?
ঢাকা, ৯ জুন, ২০১৯ (বাসস) : সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান দলের ২০১৯ বিশ্বকাপ শুরুটা ভাল হয়নি। তবে দ্বৈবক্রমে এটি প্রথম তিন ম্যাচ শেষে ১৯৯২ বিশ্ব কাপ জয়ের সাথে মিলে গেছে।
১৯৯২ বিশ্বকাপের মত এবারের আসরটাও একইভাবে শুরু হয়েছে পাকিস্তানের। সে বছর নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে দশ উইকেটে হেরেছিল ভারত। এবারও প্রথম ম্যাচে একই প্রতিপক্ষের কাছে সাত উইকেটে হেরেছে তারা। ১৯৯২ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৫৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে। এবার তারা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে জয় পেয়েছে। ১৯৯২ বিশ্বকাপে বৃষ্টির কারণে পাকিস্তানের তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এবারও একই অবস্থা বৃষ্টির কারণে শ্রীলংকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
এবারের আসরে পাকিস্তানের প্রথম তিন ম্যাচ শেষে ১৯৯২ বিশ্বকাপ জয়ের সাথে মিলে যাচ্ছে। আনপ্রেডিক্টেবল দল হিসেবে পাকিস্তান কি এবার দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতবে?
পাকিস্তান দলের পরবর্তী ম্যাচ টনটনে আগামী বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাসস/১৯৫০/স্বব