বাসস ক্রীড়া-১৭ : মিডল অর্ডার নিয়ে চিন্তিত লংকান অধিনায়ক

285

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বিশ্বকাপ-শ্রীলংকা
মিডল অর্ডার নিয়ে চিন্তিত লংকান অধিনায়ক
ব্রিস্টল, ৯ জুন ২০১৯ (বাসস) : বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে শ্রীলংকা। অবশ্য দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩৪ রানে হারায় তারা। তবে লংকান অধিনায়ক দিমুথ করুনারতেœ মনে করেন, বিশ্বকাপের বাকী ম্যাচে তাদের মিডল অর্ডার ব্যটসম্যানদের আরো বেশী দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। কারণ প্রথম দুটি ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছে মিডল অর্ডার।
লংকান অধিনায়ক বলেন, ‘আমরা যদি ম্যাচে শুরুটা ভাল করতে পারি, তাহলে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আপনি যদি সর্বশেষ দুটি ম্যাচের দিকে তাকান, দেখবেন সুচনাটা আমরা ধরে রাখতে পারিনি।’
অধিনায়ক করুনারতেœ অপরাজিত ৫২ রান সংগ্রহ করার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে শ্রীলংকা ১৩৬ রানেই গুটিয়ে গেছে। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে লংকানরা এক উইকেটের বিনিময়ে ১৪৪ রান সংগ্রহ করার পরও অল আউট হয়ে গেছে ২০১ রানে।
করুনারতেœ আইসিসি মিডিয়াকে বলেন, ‘আমাদের দরকার মিডল অর্ডারের অবদান। আমার মতে ব্যাটিং লাইন আপে এটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। এর বাইরে অন্য সব বিভাগেই আমরা যথেষ্ট ভাল অবস্থানে আছি। ’
বৃস্টির কারণে শুক্রবার পাকিস্তান-শ্রীলংকা ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। যে কারণে এখনো পর্যন্ত পয়েন্ট তালিকায় একটা অবস্থানে রয়েছে শ্রীলংকা ও পাকিস্তান।
লংকান অধিনায়ক বলেন,‘ আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। সুতরাং খেলতে না পারাটা ভাল কিছু নয়। ম্যাচটিতে খেলতে না পেরে আমরা সত্যিই হতাশ। এখন আমরা পরবর্তী ম্যাচের অপেক্ষায় আছি। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা জয়লাভ করেছি। একই ভাবে বিশ্বকাপে আমরা হয়তো কয়েকটি ম্যাচে হারতেও পারি। তবে আমরা লড়াই করতে চাই। গোটা দলটিই চায় লড়াই করতে।’
১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের মোকাবেলা করবে। করুনারতেœ বলেন, ‘আমরা বাকী সবগুলো দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আফগানিস্তানের বিপক্ষে আমরা সত্যিই ভাল করেছি। ম্যাচে জয়লাভ করেছি। জয়ের ওই আত্মবিশ্বাসকে আমরা পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে চাই। যেখানে আমাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯২৮/স্বব