বাসস ক্রীড়া-১৬ : ওয়েস্ট ইন্ডিজকে ‘স্মার্ট’ ক্রিকেট খেলতে হবে : লয়েড

163

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজকে ‘স্মার্ট’ ক্রিকেট খেলতে হবে : লয়েড
লন্ডন, ৯ জুন, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে কিছু একটা করতে হলে ‘স্মার্ট ক্রিকেট’ খেলতে হবে বলে ওয়েস্ট ইন্ডিজকে সতর্ক করেছেন দেশটির সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড।
প্রথম দুই আসর ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেয়া লয়েড দেখেছেন ক্যারিবিয়রা তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে নাস্তানাবুদ কেেরছ। কিন্তু পরের ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে পরাজিত হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ট্রেন্ট ব্রিজে মিচেল স্টার্কের পাঁচ উইকেট শিকারের আগে ৬০ বলে নাথান কালটার-নাইলের ৯২ রানে জয় পেয়ে যায় অসিরা।
লয়েডের বিশ্বস টুর্নামেন্টে ভাল করার অস্ত্র ওয়েস্ট ইন্ডিজের আছে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদেরকে আরো বেশি দক্ষতা প্রমাণের আহবান জানান ৭৪ বছর বয়সী সাবেক এ কিংবদন্তী।
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই স্মার্ট ক্রিকেট খেলা শুরু করতে হবে। কেননা তাদের দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ আছে। তারা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তবে আমি বুঝব যে তারা সেমিফাইনাল খেলতে চায়।’
‘যারা ম্যাচ জেতাতে পারে বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন পিচ ভাল থাকবে, বাউন্স এড়াতে ও মুভমেন্ট এড়াতে এমন খেলোয়াড় তাদের দলে থাকতে হবে।’
‘আমি মনে করি ম্যাচের অবস্থা ভালভাবে বিশ্লেষণ করার মাধ্যমে তারা ম্যাচ জিততে পারে এবং এ থেকেই তারা বুঝতে পারবে যে টুর্নামেন্টের শেষ দিকে যেতে তারা শক্ত দাবীদার। ’
বিশেষ করে জয়ের অবস্থানে থাকার পরও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধ্বস দেখে হতাশ লয়েড।
দলের বিরুদ্ধে অনেক বেশি ভাব লেশহীন খেলার অভিযোগ করে লয়েড বলেন,‘ট্রেন্ট ব্রিজের মত পিচে প্রায় সকলে আউট হয়োর কোন কারণ ছিলনা। কিন্তু তারা না বুঝে শট খেলেছে এবং উইকেট বিলিয়ে দিতে শুরু করেছে।’
‘খেলোয়াড়দের বুঝতে হবে এটা টি-২০ ক্রিকেট নয়। ঐ ৩০-৪০ রানকে বড় স্কোরে পরিণত করতে হবে এবং বুঝতে হবে এ ধরনের দলগুলোর ভান্ডারে বিশ্ব মানের বোলার মজুদ আছে’।
নিজেদের সব ম্যাচে পরাজিত হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল (সোমবার) জয়ের ধারায় ফিরতে পারে লয়েডের সাবেক দল ।
লয়েড বলেন, ‘দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে ভাল খেলবে এবং যেহেতু তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেনি তাই ওয়েস্ট ইন্ডিজকে তাদের কাজ সম্পর্কে সতর্ক থাকতে হবে। কেননা এ ম্যাচে হারলেই শীর্ষ চার মিস করার বিপদে থাকবে দক্ষিণ আফ্রিকা।
‘তাদেরকে (দক্ষিণ আফ্রিকা) এখন পুনর্গঠিত হতে হবে, নিজেদের ভুলগুলোর দিকে তাকাতে হবে যাতে করে তারা জয়ের ধারায় ফিরতে পারে। তবে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিষয়ে আমি এখনো ইতিবাচক।’
বাসস/১৯০৮/স্বব