৩০০ প্লাস রানে ইংল্যান্ডের রেকর্ড

271

লন্ডন, ৯ জুন ২০১৯ (বাসস) : এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা সাত ম্যাচে ৩০০ বা ততোধিক রান সংগ্রহের রেকর্ড গড়ল ইংল্যান্ড। এই ফর্মেটে টানা এতগুলো ম্যাচে এমন সংগ্রহের নজীর আর নেই। সর্বশেষ ২০০৭ সালে অস্ট্রেলিয়া টানা ছয় ম্যাচে এমন বড় রান সংগ্রহের রেকর্ড গড়েছিল। গতকাল শনিবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৩৮৬ রানের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ইংলিশরা।
১- বিশ্বকাপে এ ম্যাচে জেসন রয়ের ১৫৩ রানের আগে কেবলমাত্র একজনই ১৫০ প্লাস রান করেছেন ছেন। এর আগে ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে টাই হওয়া এক ম্যাচে ১৫৮ রান করেছিলেন এন্ড্রু স্ট্রস। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় বারের মত ১৫০’র বেশি রান করলেন রয়। যার মাধ্যমে ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান হিসেবে তিনি এখন স্ট্রসের রেকর্ডে ভাগ বসালেন।
৩৩৮-বাংলাদেশের বিপক্ষে গতকালের ম্যাচের আগে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩৩৮ রান ছিল ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যদিও ম্যাচটি টাই হয়। ইংল্যান্ডের ৩৮৬ রান বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও। বিশ্বকাপে এর আগে ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩৭০ রানের রেকর্ডটি ছিল ভারতের দখলে। ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এ রেকর্ড করেছিল ভারত।
৭-ইংল্যান্ডের ৩৮৬ রানের এই ইনিংসটি ছিল বিশ্বকাপ ক্রিকেটে সপ্তম সর্বোচ্চ রানের রেকর্ড। বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ বিশ্ব কাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রানের রেকর্ডটি করেছিল অস্ট্রেলিয়া।
১৪-ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের হাকারো ছক্কা সংখ্যা। যা বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাকানোর ঘটনা। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ছক্কা হাকানোর রেকর্ড রয়েছে তিনটি। ১৯টি ওভার বাউন্ডিারি হাকিয়ে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাকানোর রেকর্ডটি দখল করে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯টি ছক্কা হাকিয়েছিল ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
৭৮- রান। এ ম্যাচে ম্যাচে টাইগার দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন তার নির্ধারিত ১০ ওভার বোলিংয়ের বিপরীতে রান দিয়েছেন ৭৮টি। বিশ্বকাপে বাংলাদেশের কোন বোলারের এটি তৃতীয় সর্বোচ্চ রান দেয়ার ঘটনা। এর আগে ২০০৭ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশী বোলার আব্দুর রাজ্জাকের দেয়া ৮৬ এখনো সর্বোচ্চ রান দেয়ার ঘটনা। ২০১৫ সালে একই প্রতিপক্ষের কাছে ৮২ রান দিয়েছিলেন টাইগার দলের আরেক বোলার তাসকিন আহমেদ। শনিবারের ম্যাচে টাইগার দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দিয়েছেন ৭৫ রান। যেটি রয়েছে চতুর্থ সর্বোচ্চ স্থানে।