সাংবাদিক জাকারিয়া মুক্তার দাফন সম্পন্ন

234

নীলফামারী, ৯ জুন, ২০১৯ (বাসস) : জ্যেষ্ঠ সাংবাদিক ও সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তার দাফন আজ রোববার নীলফামারীতে তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
এর আগে আজ বাদজোহর নীলফামারী শহরের সার্কিট হাউস ঈদগাঁহ মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বহুমানুষ অংশগ্রহন করেন।
সাংবাদিক জাকারিয়া মুক্তা (৫০) গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি— রাজেউন)।
জাকারিয়া মুক্তার প্রথম নামাজে জানাজা গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরে মারকাজুল ইসলাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।এরপর রাত ১১টার দিকে বাংলামোটরে সময় টেলিভিশন কার্যলয়ের সামনে দ্বিতীয়দফা জানাজা শেষে তার মরদেহ রবিবার সকাল ১০টার পর গ্রামের বাড়ি নীলফামারীতে এসে পৌঁছে।
এদিকে, জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া মুক্তার মৃত্যুতে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।