বাসস দেশ-৮ : শেয়ার বাজার কিছুটা প্রাণ ফিরে পাচ্ছে

131

বাসস দেশ-৮
শেয়ার বাজার-লেনদেন
শেয়ার বাজার কিছুটা প্রাণ ফিরে পাচ্ছে
ঢাকা, ৯ জুন, ২০১৯ (বাসস) : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫টি কো¤পানির ৯ কোটি ৮ লাখ ৩৪ হাজার ১২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩০৪ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার ২৯০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্য দিবসের চেয়ে ২৫.২২ পয়েন্ট বেড়ে ৫৪০২.৯৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৪৪ পয়েন্ট বেড়ে ১৮৮৯.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বেড়ে ১২২০.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৭১ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কো¤পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্সুঃ, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন হাউজিং, ইস্টার্ন কেবলস, নিউ লাইন ক্লোথিং, জেএমআই সিরিঞ্জ, বিএসসিসিএল, এফএএস ফাইন্যান্স, ফরচুন সুজ ও খুলনা পাওয়ার কোম্পানি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইস্টার্ন হাউজিং, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি. ফা., ন্যাশনাল লাইফ ইন্সুঃ, প্রগতি লাইফ ইন্সুঃ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, সিনোবাংলা ইন্ডাঃ ও ইন্টারন্যাশনাল লিজিং।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ব্যাংক, এনএলআই ফার্স্ট মি. ফা., এমারেল্ড অয়েল, নিউ লাইন ক্লোথিং, সোনার বাংলা ইন্সুঃ, গ্রীনডেল্টা ইন্সুঃ ও কে অ্যান্ড কিউ।
বাসস/সবি/আসচৌ/১৬৩০/-আসচৌ