বাসস দেশ-৬ : বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু মঙ্গলবার

150

বাসস দেশ-৬
বাজেট- হেল্প
বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু মঙ্গলবার
ঢাকা, ৯ জুন, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতার জন্য আগামী ১১ জুন মঙ্গলবার থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করা হবে।
সংসদ সচিবালয়ের আয়োজনে বাজেট এ্যানালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (ইঅগট) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক স্থাপণ করা হবে বলে সংসদ সচিবালয়ের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ সচিবালয় প্রতি বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নিয়েছে।
সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যগণ এ হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংসদে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে।
বাসস/সবি/এমআর/১৫০০/-কেকে