কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

357

আলমাতি, কাজাখস্তান, ৯ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : গত কয়েক দশকের মধ্যে এই প্রথম নতুন নেতা নির্বাচনের জন্যে কাজাখরা ভোট দিচ্ছে। রোববার গ্রিনিচমান সময় ০১০০টায় ভোট গ্রহণ শুরু হয়।
মার্চ মাসে সাবেক প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ (৭৮) ক্ষমতা থেকে সরে দাঁড়ান। কাজাখরা তার বিদায়ে মুষড়ে পড়ে। সোভিয়েত আমল থেকে শুরু করে তিনি তিন দশক দেশটি শাসন করেন। তার সরে দাঁড়ানোয় ৩০ বছর পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে ৬৬ বছর বয়সী অভিজ্ঞ কূটনীতিক ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট কাশাম জমার্ট তোকায়েভ প্রার্থী হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ছয়জন। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে তারা কেউই তেমন পরিচিতি নন। ধারণা করা হচ্ছে, তোকায়েভ এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন।
তবে, নির্বাচনের আগে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের এ বিক্ষোভ দমন প্রসঙ্গে তোকায়েভ বলেন, সরকারের যারা সমর্থক এবং যারা সমর্থন করছেন না উভয় পক্ষকে নিয়ে তার প্রশাসন আলোচনায় বসবে।
তোকায়েভ নাজারবায়েভ সমর্থিত প্রার্থী।