বাসস প্রধানমন্ত্রী-৪
শেখ হাসিনা-বাণী
কৃষি শুমারি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৮ জুন, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
কৃষি শুমারি-২০১৯ শুরু উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, কৃষি শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮, রূপকল্প-২০২১, পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-২০৩০ প্রভৃতি অর্জন, পরিবীক্ষণ ও মূল্যায়নে সহায়ক ভূমিকা পালন করবে।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি দশ বছর পর কৃষি শুমারি পরিচালনা করে থাকে। দেশে ৬ষ্ঠ বারের মতো ‘কৃষি শুমারি-২০১৯’ আরম্ভ হচ্ছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে একটি দক্ষ, পেশাদারী ও শাক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তখন থেকেই দেশের জনশুমারি (আদমশুমারি), কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারি, শিল্প পরিসংখ্যান, জাতীয় আয়-ব্যয় পরিসংখ্যান, শ্রম শক্তি জরিপ, পরিবীক্ষণ জরিপ প্রভৃতির মতো জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করে আসছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করেছি। দেশের আপামর জনসাধারণের জন্য তথ্যপ্রাপ্তি সহজতর করেছি। আমরা বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’
বাণীতে তিনি এ শুমারি কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৯০৫/এএএ
Home 0সকল সংবাদ বাসস প্রধানমন্ত্রী বাসস প্রধানমন্ত্রী-৪ : কৃষি শুমারি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে :...