বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি রয়ের

227

কার্ডিফ, ৮ জুন ২০১৯ (বাসস) : চলমান ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান হলেন ইংল্যান্ডের জেসন রয়। আজ কাডির্ফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন ডান-হাতি ওপেনার রয়। ৯১ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন রয়।
ইংল্যান্ড ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে পুল করে বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রয়।
রয়ের আগে চলমান বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের জো রুট-জশ বাটলার ও ভারতের রোহিত শর্মা। রুট-বাটলার পাকিস্তানের বিপক্ষে একই ম্যাচে সেঞ্চুরির স্বাদ নেন। নটিংহামের ঐ ম্যাচে রুট ১০৭ ও বাটলার ১০৩ রান করেন। তাদের জোড়া সেঞ্চুরির পরও পাকিস্তানের কাছে ১৪ রানে ম্যাচ হারে ইংল্যান্ড।
রুট-বাটলারের পর চলমান বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি করেন রোহিত। সাইদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৪ বলে অপরাজিত ১২২ রান করেন রোহিত। তার সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় ভারত।
তবে চলমান বিশ্বকাপে এ পর্যন্ত চার সেঞ্চুরির তিনটিই করলেন ইংলিশ খেলোয়াড়রা।