আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করুন : রেজাউল করিম

232

পিরোজপুর, ৮ জুন, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম আর্তমানবতার সেবায় নিজেদেরকে পুরোপুরি নিয়োজিত হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেক চিকিৎসক রোগীদের ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে থাকেন, যা কাম্য হতে পারে না।’
গণপূর্ত মন্ত্রী আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ ফারুক আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম বলেন, বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে। স্বাস্থ্য সেবা পল্লীর মানুষের দোরগোরায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। যেখান থেকে লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করছে।
এ সময়ে তিনি হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে চিকিৎসা নিতে আসা নারী-পুরুষ-শিশুকে পরম যতেœ সেবা প্রদানের জন্য চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আবেদন জানান। এরপর মন্ত্রী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মতবিনিময় সভা ও ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।