বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি

257

ঢাকা, ৮ জুন, ২০১৯ (বাসস) : ক্রিকেট বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার ইতিহাস খুব বেশি নেই। তবে যেটুকু আছে তাতে অস্ট্রেলিয়া ঢের বেশি এগিয়ে।
১৯৮৩ বিশ্বকাপের পর বিশ্বের শীর্ষ দলগুলোকে পরাজিত করার মাধ্যমে গত কয়েক বছরে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দল সত্যিই কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। চলমান বিশ্বকাপে আগামীকাল মুখোমুখি হচ্ছে দল দু’টি। তবে বিশ্বকাপে জয়ের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়ানের ফাইনালে অস্ট্রেলিয়ার জয়। পক্ষান্তরে ২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ভারত।
বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া- মুখোমুখি
ম্যাচ : ১১
ভারতের জয় : ৩
অস্ট্রেলিয়ার জয় : ৮
টাই : ০
পরিত্যক্ত :০
২০১৯ বিশ্বকাপে ভারতকে ফেবারিটদেও মধ্যে অন্যতম দল হিসেবে বিবেচনা করা হয়। তবে অস্ট্রেলিয়াও প্রমান করেছে তারাও শিরোপা জিততে পিছিয়ে নেই।
এক দিনের ম্যাচেও অনেক বেশি এগিয়ে অস্ট্রেলিয়া। দল দু’টি ১৯৮০ সালে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এরপর থেকে নিয়মিতই তারা একে অপরকে মোকাবেলা করছে। ভারতের মাটিতে সর্বশেষ পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় অসিরা।
ম্যাচ-১৩৬
ভারতের জয় : ৪৯
অস্ট্রেলিয়ার জয় :৭৭
টাই : ০
পরিত্যক্ত : ১০।