নীলফামারীতে কর্মসৃজন কর্মসূচির সুবিধায় এসেছে ১৩ হাজার ৩শ পরিবার

214

নীলফামারী, ৮ জুন, ২০১৯ (বাসস) : জেলায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির সুবিধায় এসেছে ১৩ হাজার ৩শ অতিদরিদ্র পরিবার। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় এসব পরিবারের একজন করে সদস্য প্রতি দিনের ২০০ টাকা মজুরিতে কাজ করছেন।
ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রমতে, জেলার ছয় উপজেলায় গত ২৭ এপ্রিল শুরু হয়েছে কর্মসৃজন কর্মসূচি। ওই কর্মসূচির সুবিধায় এসেছে ১৩ হাজার ৩শ পরিবার। এর মধ্যে সদরের ১৫ ইউনিয়নে ৩ হাজার ১৯৩, সৈয়দপুরের ৫ ইউনিয়নে ১ হাজার ৯, ডিমলায় ১০ ইউনিয়নে ২ হাজার ২৪৬, ডোমারে ১০ ইউনিয়নে ১ হাজার ৬৩৭, জলঢাকায় ১১ ইউনিয়নে ৩ হাজার ৩৯৯ ও কিশোরগঞ্জ উপজেলায় ৯ ইউনিয়নে ১হাজার ৮১৬ পরিবার রয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অতিদরিদ্র, ভূমিহীন ও বেকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতি পরিবারের একজন করে প্রতিদিন ২০০ টাকা করে মজুরীতে কাজের সুযোগ পেয়েছেন।
প্রকল্প বাস্তবায় কার্যালয়ের সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, গত ২৭ এপ্রিল থেকে কর্মসূচির কাজ শুরু হয়েছে। মধ্য জুনের মধ্যে সেটি সমাপ্ত হবে।