ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের শাহজাদ

230

লন্ডন, ৭ জুন, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচ পরই বড় এক ধাক্কা খেল আফগানিস্তান। ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি ম্যাচে আর খেলতে পারছেন না দলটির ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
হাঁটুর ইনজুরির কারণে শাহজাদ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছেন বলে টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাহজাদের পরিবর্তে ১৮ বছর বয়সী ইকরাম আলী খিলকে দলভুক্ত করার অনুমতি দেয়া হয়েছে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার আগে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচে মাত্র সাত রান করেছেন ৩২ বছর বয়সী শাহজাদ।
আইসিসির দেয়া এক বিবৃতিতে বলা হয়,‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য মোহাম্মদ শাহজাদের পরিবর্তে আফগানিস্তান দলে ইকরাম আলী খিলকে অনুমোদন দেয়া হয়েছে।’
‘হাঁটুর ইনজুরিতে পড়ায় টুর্নামেন্টের বাকি সময় উইকেটরক্ষক শাহজাদ নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।’
হাঁটুর আঘাতের কারণে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে অনুশীল ম্যাচে আহত অবসর নেন শাহজাদ।
তারপরও অস্ট্রেলিযা ও শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ খেলায় ইনজুরির আরো অবনতি হওযায় টুর্নামেন্টের বাকি সময় থেকে ছিটকে পড়লেন শাহজাদ।
২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে ৫৫ ইনিংসে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ১৮৪৩ রান করেছেন শাহজাদ।
বিশ্বকাপে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান।