জাতিসংঘ সদর দপ্তর সফরের উদ্দেশ্যে নৌপ্রধান যুক্তরাষ্ট্র গেছেন

313

ঢাকা, ৭ জুন ২০১৯ (বাসস) : নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর সফরের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দপ্তরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেঃ জেনারেল কার্লস এইচ লয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়াও তিনি জাতিসংঘ সদর দপ্তরের অধীনস্থ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সাথেও সৌজন্য সাক্ষাত করবেন।
সাক্ষাতকালে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৪১০/শআ