বাসস ক্রীড়া-৩ : অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান

556

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান
নটিংহাম, ৬ জুন, ২০১৯ (বাসস) : স্টিভ স্মিথ ও নাথান কালটার নাইলের ব্যাটিং নৈপুন্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮৮ রান করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের দশম ম্যাচে আজ টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিং করতে নেমেই মহা বিপদে পড়ে অসিরা। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিয়ংয়ের সামনে যেন দাঁড়াতেই পারছিলনা অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা। টপ অর্ডারের ব্যাটসম্যান পুরোপুরি ব্যর্থ হলে ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে এ্যারন ফিঞ্চের দল। তবে মিডল অর্ডারে অবিচল ছিলেন স্টিভ স্মিথ। ওয়ার্নার ৩, ফিঞ্চ ৬, উসমান খাজা ১৩ রানে আউট হলে মহা বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে তোলেন স্মিথ। কিছু সময় যথার্থ সহায়তা পান ৪৫ রান করা এ্যালেক্স ক্যারির কাছ থেকে। এরপর স্মিথকে সঙ্গ দিয়েছেন বোলার নাথান কালটার-নাইল। ষষ্ঠ উইকেট জুটিতে স্টয়নিসের(১৯) সাথে ৪১ এবং সপ্তম উইকেট জুটিতে ক্যারির(৪৫) সঙ্গে যোগ করেন ৬৮ রান। এর পর কালটর নাইলের সঙ্গে ১০২ রানের জুটি গড়ে আউট হন স্মিথ। দলীয় ২৪৯ এবং ব্যক্তিগত ৭৩ রানে আউট হন তিনি। ওশানে থমাসের বলে আউট হওযার আগে ১০৩ বল মোকাবেলায় সাতটি বাউন্ডারি হাকান তিনি। তবে স্মিথ আউট হলেও মারমুখি মেজাজে ব্যাট করতে থাকেন কালটার নাইল। মাত্র ৬০ বল মোকাবেলায় আটটি বাউন্ডারি ও চারটি চারিট ওভার বাউন্ডারিতে ৯২ রানে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন তিনি। ১০ ওভারে ৬৭ রানে তিন উইকেট শিকার করেন ব্র্যাথওয়েট। এছাড়া দুইটি করে উইকেট নেন থমাস, শেলডন কট্রেল ও আন্দ্রে রাসেল।
বাসস/১৯৪১/স্বব