বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১৪

325

বগুড়া, ৬ জুন, ২০১৯ (বাসস) : জেলার শেরপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে আজ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহম্মেদ জানান, আজ করতোয়া গেটলকের মিতালী পরিবহন (বগুড়া-ব ৫০০৩) শেরপুর উপজেলা থেকে যাত্রী নিয়ে বগুড়া সদরে যাচ্ছিল। সকাল ১১টায় শেরপুরের দশ মাইলের নিকট বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি বাস অপু ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১১-২৩৮৩)
এর সাথে মুখোমুখি সংঘর্ষে মিতালী পরিবহনের চালক সহিদুল ইসলাম (৩৫) ঘটনাস্থলে নিহত হন।
তিনি জানান, এই ঘটনায় দুই বাসের ১৪ জন আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। দুর্ঘটনা কবলিত বাস দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।